অভিমানের দুপুর কেমন প্রশ্ন করে-
একলা সময় কাটবে কি তার অপেক্ষাতেই;
রোজ যে কতো কথা হতো দুজন মিলে
সেসব কি আর ফিরবে কভু আপন হয়ে
বাতায়নের অলস কপাট স্মৃতির খামে।


বর্ষা দুপুর কি আজ ভিজবে কেবল শ্রাবণ জলে!


রোজ বিকেলের আড্ডাগুলো নীরব হলো
এমনি করেই একলা কথন কাব্য হলো।
নীল ডুবে যায় অন্ধকারের মন দুয়ারে
স্বপ্ন ভাঙা ঝড়ের সাথে নিত্য যাপন;
সন্ধ্যে হলেই জোৎস্না দেখা দুজন মিলে
স্মৃতির আকাশ এখন শুধুই এলোমেলো!!


পথ চলবো বলেও হয়নি চলা চেনাপথে
অপেক্ষার রাতগুলো শুধু দীর্ঘ থেকে দীর্ঘ হলো,
ভালো লাগার ক্ষণ গুলো সব রুদ্ধ চার দেয়ালে
মরীচিকা সুখগুলো সবই যেন খোলস খোলা
বাস্তবতার নির্মমতায় অভিমানের আত্মহনন!!!