উত্তরখান হুনবার খুব ইচ্ছা হয়
আমি কি মাইয়া মানুষ নাকি সত্যি একখান মানুষ
যার একদিন একটা ছোট্ট মন আছিলো, যে ইচ্ছা মতো নিজের স্বপ্ন সাজাই তো,যারে মা এ হাজার বইক্কাও কাম করাইতে পারতো না,যার দুই চোখে কান্দোনের জল যহন তহন আইতো, আবার নিজে নিজেই শুকাই যাইতো, যার রাইত কাটতো জোনাকি পোকার লগে গল্প করতে করতে, কহন যে ঘুমাই যাইতো,মাঝ রাইতে একটা কোনো ডাক হুনলে ভয়ে গুটাইয়া যাইতো,আবার নিজে নিজে কতো কি কতা কইতো,আসমানে দিনের বেলা ফড়িং উড়ন দেইখখা
নিজেরেও ফড়িং ভাবতো, মনে মনে সে কইতো-আহা যদি একবার ফড়িং হইতাম তাইলে মনের ইচ্ছা মতো পুরা আসমান ডা ঘুইরা দেখতাম,স্বপ্ন গুলান কহন যে মরতে শুরু করলো বুঝলামই না, মায় খালি কইতো কি অইবো এত্তো পড়ালেহা কইরা,মাইয়া মাইনসের এত্তো পড়ন লাগে না,বিয়া ওইলে জামাই তো সব, আমি কইতাম মা আমি পড়মু,বড় পাস দিমু হের পর একখান চাকরি করমু,হইলো না আমার ইচ্ছা শুধু ইচ্ছাই থাইক্কা গেলো, বাবা মায় আদর কইরা সোনাই কইয়া ডাকতো,সত্য ই আমি তো সোনাই ই,নিজেগো ইচ্ছার পুতুল বানাইয়া আমারে বিয়া দিয়া দিলো, আইজ নিজের ইচ্ছায় একটু কানতেও পারি না, হাসতেও পারি না,মায় কইছে সোয়ামীর মন যুগাইয়া চলবি, হোউড়ির কতা হুনবী,হোউরের সেবা যত্ন করবি,তয় কেউ কইলাম আমার খেয়াল রাহনের কতা কইলো না,রাইত দিন সবার ইচ্ছার দাম দেওন লাগে আমার,তয় আমার ইচ্ছার খবর কারো রাহন লাগে না,বিয়া অইছে সোয়ামীর হগোল কতা অহন হুনন ই একমাত্র কাম আমার,ইচ্ছা মতো আমার গতরখান লইয়া তার খেলন চাই,আমি ঠিক আছি না মইরা গেছি হেইডার খবর লওনের সময় নাই,সত্য ই আমি কেডা, কি আমার পরিচয়,
কেউ নাই আমার কেউ নাই,লগের মানুষটা আমারে ভোগের লাইগ্গা মাঝে মাঝে দুইডা মিষ্টি কতা কয়,হের পর আমার হগোল ভালো লাগায় একখান হাত দিয়া টিপা ধইরা কইয়া দেয়-আমি যা কমু তাই হুনতে হইবো,আমি এহন আর কান্দি না,শুধু হাসি আর হাসি, কার লাইগ্গা কানমু,জীবন ডা তো আর আমার নাই, সেটাও নাকি ঐ সোয়ামী রুপি পিশাচের, যহন মন চায় সেই ছোড বেলার নাহাল একটু মাঠে দৌড়াই, জোরে গলা ছাইড়া কই-ও আকাশ আমি দেহও ফড়িং ওইয়া তোমার কাছে আইতাছি,আমারে একটু ফড়িং কইরা দিবা কেউ,আর আমি ঘরে থাকবার চাই না, একটু উড়তে চাই, ভাবতে ভাবতেই আমার দুইডা ডানা কে জানি কাইট্টা লোইলো,সত্যই কি আমি মাইয়া মানুষ নাকি রক্ত মাংসের একখান মানুষ, যার নিজেরও কতো গুলান ছোড ছোড ইচ্ছা আছিলো, কোথায় পলাইলে আমি আমার ইচ্ছা গুলানরে আবার নিজের কইরা খুঁইজ্জা পামু,আমারে এইবার নিজের ইচ্ছা গুলান খোঁজার লাইগ্গা বাইর অহন লাগবো, উত্তরখান যে আমার ঠিক কইরা লোহন চাই,জিন্দা মইরা বাঁচনের থাইক্কা বুক চিতাইয়া একদিন বাইচ্চা থাহনের নাম যে জীবন।