ফিরে আসা শহরের বুকে তোর পদচিহ্ন!
চেয়ে দেখ, পরিচিত কুয়াশার পরে স্মৃতির চাঁদর
তোর চোখ জুড়ে জিজ্ঞাসু কতো অপ্রকাশিত প্রশ্ন
সেদিনও বলা হয়নি, আজো বলার অপেক্ষায়-
মধ্য দুপুরের একাকীত্বে তোর-আমার বিস্ময় চাহনি !


এতোটা অচেনা আমাদের পথ, যেন পেন্সিলে আঁকা-
ইচ্ছে ডানায় মিশে যায় শেষ থেকে শুরু,
তবু বেলা শেষের গল্পে এক ফোঁটা শিশির !
সন্ধ্যার ধোঁয়া তোলা চায়ের কাপে তোর-
চুমুক দেয়া ক্ষণ এখনো কেমন জীবন্ত,
যেন সহসাই ঘটে যাওয়া সেদিনের বিচ্ছেদ!


কতোটা কাছের ছিল তোর-আমার এই বন্ধন;  
দূরত্ব শুধুই এক সাদাকালো বিচ্ছেদের জানালা,
ছুঁয়ে যেতে জানি ইচ্ছেটা তোরও প্রবল, তবু
পারিসনি সরিয়ে দিতে ঘন কুয়াশার নিঃশ্বাসহীন-
ভোরের মৃত কষ্টের দীর্ঘ প্রতিক্ষার আবরন !


একটা ভোরকে তোর – আমার করে দিলে
খুব কি বিবর্ণ হবে হেঁটে আসা বন্ধন!!
ভীষণ শুনতে ইচ্ছে হয় তোর কথার গুঞ্জন
আবার বলবো , হাঁটবো , আঁকবো নতুন-
রঙে বন্ধনের চিত্র, ভালবাসার তুলির আঁচড়ে !  


ছেড়ে দেয়া বন্ধনের নীল কষ্টের মুছে দেয়া ভাংচুর-  
ক্ষত-বিক্ষত হৃদয়ের প্রতিক্ষার একখণ্ড দীর্ঘ প্রতিচ্ছবি!!!