সময়ের উঠোন পেরিয়ে অপেক্ষার দুয়ারে-
আমার ভালোবাসার চেনা মুখের প্রত্যাবর্তন
ভুলে যাওয়া সময়কে আর প্রশ্ন করিনা
ও চোখে চেয়ে চেয়ে খুঁজে যাই ফেলে আসা উত্তর
এখনো শিহরিত হই তোমার চেনা হাসির শব্দে;


বারবার নীরবে ভুল করে বলে ফেলি-" আমি তো তোমারই"


ঘোর লাগা ক্ষণ কখন যে বাস্তবতায় হারায়
স্পন্দনের প্রতিটা মুহূর্তে দুজনার দীর্ঘ শ্বাস
কথা ছিলো পরিচিত পথে হাঁটবো পাশাপাশি
রংধনুর সব রং জড়িয়ে যুগল প্রেমের সন্ধ্যায়,
আবীরের ছোঁয়ায় আজ না বলা অনুভূতির মৃত্যু!


দেখো, আমাদের প্রতীক্ষার আকাশে ভরা জোৎস্না
চুপিচুপি বলে যায়-" এই জ্যোৎস্নায় ভেজাবে মন"
এক লহমা তুমিহীন কবিতারা কেমন শব্দহীন
ফিরে পাওয়া ক্ষণ গুলো তোমার ভালোবাসায় সমর্পিত
মৃত আনন্দ গুলো আজ যেন সদ্য ফোটা গোলাপ!


চাইনা রাতের আকাশের জ্বলে থাকা বোবা চাঁদ
চাই শুধু ভিজে যেতে অপেক্ষার জোৎস্নার মৌনতায়!


ধন্যবাদ বাংলা কবিতা ও আমার কবি বন্ধু এবং পাঠকদের, যাদের আন্তরিক প্রেরণায় আজ আমি লিখতে পারছি। আসরে আজ আমার দুইশত তম কবিতা প্রকাশ করলাম।