দাঁড়াও পথিক!
এ পথ তোমার নয়
তবে কেন রোজ হেঁটে যাও
অবাঞ্চিত সুখের খোঁজে কতো ছুটবে
একাকী বেঁচে থাকা হয় ভালোবাসা যায় না!
শুদ্ধ সকালে সোনা রোদ উঁকি দেয়
অভিমান পাহাড়ের চূড়ায় মুখ লুকিয়ে
সময় ক্ষণিক, আকাশের বুকে মেঘের গল্প
রোজ রোজ রঙধনু করে এঁকে দেয়া কল্পনা!!
দু'আখির জল ছুঁয়ে হেঁটে যাও দীর্ঘ পথ
জানতে চাওনা জলে ভেজা পথের কষ্ট
বলবো না ফিরে এসো সন্ধ্যার মায়াবী জ্যোৎস্নায়!!