হটাৎ বৃষ্টির টাপুর টুপুর শব্দের দোলা ,
তার আলোড়নে হৃদয় মোর উতলা ।
জানালা দিয়ে যতদূর চোখ যায় ,
বৃষ্টির ভাললাগা ভরে উঠে মুগ্ধতায় ।
হাত টা বাড়াই বৃষ্টির পাণে ,
বৃষ্টির ফোটা ভিজিয়ে যায় মোরে সংগোপনে ।
প্রচণ্ড বাতাসের শব্দ ভেসে আসছে ,
মন আর ঘরে থাকতে না চাইছে ।
টিপ টিপ বৃষ্টি ঝরছে ঝিরিঝিরি ,
ভালবাসায় মেতে উঠছে হৃদয় দুয়ারী ।
দূরে এক দাঁড়কাক কাপঁছে ঠকঠক ,
ঘন অন্ধকারে সেজেছে আকাশের বুক ।
থেকে থেকে বজ্রের প্রচণ্ড হুংকার ,
তারই গর্জনে হৃদয় উদ্বেলিত আমার ।
ভিজবো বলে দাড়িয়ে আছি দুয়ার খুলে ,
বৃষ্টির এক ঝাপটা ছুয়ে গেল আমার দেহে ।
কি এক অদ্ভুত ভালো লাগা ছুয়ে গেল মনে ,
বৃষ্টি যেন ভিজিয়ে গেল মোরে খুব গোপনে ।
চোখ বুজে দাড়িয়ে আছি বৃষ্টির মাঝে ,
প্রকৃতি আজ অবাক বৃষ্টির সাজে ।



রচনাকাল: ১/৪/১৫