সব কবিতাই কি ছন্দ পায়
সব জীবনই কি পূর্ণতা চায়
সব আশাই কি বাসা বাধে
সব দুঃখই কি বাধ সাধে
সব কান্নাই কি ঝরে পড়ে
সব আকাশই কি নীল
সব কথায় কি থাকে মিল
সব মানুষ কি দুখী
সব আবার কি সুখী
সব কথাই কি লিখা যায়
সব আড়ালে কি কিছু রয়ে যায়
সব মনই কি দুঃখিত
সব স্বপ্নই কি ব্যাথিত
সব লিখাই কি অযথা
সব লিখাতেই কি থাকে মাধুর্যতা
সব আলোই কি জ্বলে
সব আধারেই কি দুঃখ মেলে
সব প্রেম কি মরীচিকা
সব সুখ কি স্বপ্নমাখা
সব ভালোবাসার আছে কি মূল্য
সব মানুষের সাথে সবার কি হয় তুল্য
সব চোখে কি স্বপ্ন আঁকে
সব হৃদয়েই কি আশা থাকে
সব বেদনার রঙ কি নীল
সব আকাঙ্ক্ষায় কি থাকে মিল
সব চোখের জল কি নোনা
সব মানুষের দুঃখ কি যায় গোনা