বৈশাখ মানে বাঙ্গালির প্রানের উৎসব
বৈশাখ মানে রমনা বটমূলে গেয়ে উঠা এসো হে বৈশাখ
বৈশাখ মানে প্রথম প্রহরে মঙ্গল শোভা যাত্রা
বৈশাখ মানে ইলিশ পান্তা পেঁয়াজ আর কাঁচা মরিচ
বৈশাখ মানে লাল সাদা রঙে নিজেকে রাঙ্গানোর দিন
বৈশাখ মানে লাল পেরে সাদা শাড়িতে বাঙালি ললনা
বৈশাখ মানে ধূতি পাঞ্জাবী পরা কোন এক যুবক
বৈশাখ মানে ধুলোভরা রাস্তায় একসঙ্গে সকলের হেঁটে চলা
বৈশাখ মানে তপ্ত রোদে বিরামহীন প্রেমিকের অপেক্ষা
বৈশাখ মানে মিষ্টি হাসি মাখা প্রেমিকার প্রজ্বলিত মুখ
বৈশাখ মানে দুটি মনের অজানা ভালোলাগা শিহরণ
বৈশাখ মানে বাঙ্গালির প্রানের উচ্ছ্বাসের স্পন্দন
বৈশাখ মানে ঢাক ঢোলের শব্দের ঝনঝন
বৈশাখ মানে মায়ের হাতের একটু মমতার পরশ
বৈশাখ মানে প্রেয়সীর নরম হাতের আলতো ছোঁয়া
বৈশাখ মানে সন্ধ্যায় কোন রাস্তা ধরে তোমার সাথে হেঁটে চলা
বৈশাখ মানে বন্ধুরা মিলে খালি গলায় গীটারে সুর তোলা
বৈশাখ মানে কবিদের আর একটা নতুন কবিতা
বৈশাখ মানে পুরনো সব মুছে ফেলে নতুনের আগমন
বৈশাখ মানে সকল না পাওয়ার মাঝে অনেক কিছু পাওয়া