আজ বৈশাখে প্রেম ছুঁয়েছে বাঙালি হৃদয়ে
    ঘরে ঘরে উৎসবের রঙে রঙিন সারাদিন ।
প্রতি ঘরে ইলিশ কেনার ধুম লেগেছে
    আরও ধুম ভর্তা পান্তা কাঁচা মরিচের ঝাঁঝে ।
লাল সাদা রঙে সেজেছে কিশোর বৃদ্ধা যুবা
    খোঁপায় গোলাপ গুঁজে হেঁটে যায় অপ্সরা ।
ঢাক ঢোলের শব্দে হিল্লোরিত উদ্বেলিত মন
    মঙ্গল শোভাযাত্রা যেন বাঙ্গালির মাহেন্দ্র ক্ষণ ।
নেচে গেয়ে হৈ হুল্লোড়ে মেতেছে তরুণের দল
    সারাদিন প্রখর রোদে হেঁটে চলা ক্লান্তিহীন ।
বাঙ্গালির প্রানের উৎসবে উন্মাদনায় ডুবেছে চারুকলার প্রান্তর
    দলে দলে প্রানের উচ্ছ্বাসে ছেয়ে যায় সন্ধ্যার দোল ।
কলরবে মুখরিত প্রতিটি ঘরের প্রতিটি কোণ
   এ যে বাঙ্গালির প্রানের মেলা প্রানের উৎসবের ক্ষণ ।
বৈশাখের উন্মাদনা ছুঁয়ে থাক সারা বছর বাঙ্গালির প্রতিটি ক্ষণে
    সুখ ছুঁয়ে যাক লাখো বাঙ্গালির তৃষিত মনে ।