তোমার অপেক্ষাতে সেজেছে প্রকৃতি,
         ফুটেছে ফুল নদী বদলেছে তার গতি।


গাছে গাছে পাখিরা ছুটে চলেছে উন্মাদনায়,
         আকাশটা মেঘে মেঘে ঢেকেছে সেই অপেক্ষায়।

চারিদিকে তোমাকে বরণ করে নেয়ার আয়োজন,
         চঞ্চলতায় ছেয়েছে প্রকৃতির কিশোরী  মন।


থেমে থেমে প্রবল প্রলয়ে আকাশের হুংকার,
         বাতাসের নির্ভয়ে দিগ্বিদিক এলোমেলো ঝংকার।


অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকৃতির বুকে তোমার আগমন,
         প্রকৃতির কিশোরী মনে আনন্দের উচ্ছ্বলতার মিষ্টি শিহরণ।


বারি হয়ে তোমার প্রেম মূর্ছনায় বিরামহীন ঝরে পড়া,
         শীতল করে প্রেয়সীর মন সিক্ত করো এ প্রেম পিয়াসী ধরা।

===============================
============================
========================