অনেকটা পথ হেঁটে চলেছি আমি আজ ক্লান্ত,
          কোন কিছুই আর আমাকে করে না প্রশান্ত।


ধীরে ধীরে অন্ধকারে আমার পৃথিবীটা তলিয়ে যাচ্ছে,
          সেখানে বিষণ্ণ এই মন বিবর্ণ জীবনের স্বাদ নিচ্ছে।


চারপাশের কষ্টের অক্টোপাসগুলো আমাকে টেনে ছিঁড়ছে,
          সব কিছু ক্রমশ ক্লান্ত চোখের সম্মুখে ঝাপসা হয়ে যাচ্ছে।


এতদিনের সাজানো স্বপ্নরা আজ দাঁত বের করে হাসছে,
          উপহাসের তীক্ষ্ণ তীর আমার বুকে কাঁটা হয়ে বিঁধছে।


বিষাদের নীল বিষ আমাকে কষ্টের সাগরে নিমজ্জিত করছে,
          বোবা কান্নারা প্রবল প্রলয়ে আঁখি ছুঁয়ে ধরাতে মিশে যাচ্ছে ।


চিরদিনের মতো নীল কষ্টের আগ্নেয়গিরিতে ডুবে গেছে মন,
       জমে থাকা সব ব্যথা এক হয়ে খুঁজে পেয়েছে বিস্তৃত বেদনার পরাজিত জীবন।