খুব অবহেলা অযত্নে মাগো তোমার ছেলের বড় হওয়া,
একবার যদি মাগো তোমাকে আবার যেত ফিরে পাওয়া।
বাবা নামক ঐ মানুষটাকে বড্ড বেশি ঘৃণা আমার ,
যে দায়ী আমার থেকে তোমাকে এতোটা পর করার।


বাড়িময় সবার জায়গা হয় মাগো শুধু আমি ছাড়া,
সবাই আনন্দ উল্লাসে ভাসে শুধু আমি সুখ হারা।
কষ্টের নীল পৃথিবী শুধুই আমার জন্য পড়ে রয়,
বাকি সবাই সুখের রঙিন পৃথিবী নিয়ে ব্যস্তময়।


ভালোবেসে তোমাকে চেয়েছি আঁকড়ে বাঁচতে ,
এক মুঠো সুখ মাগো চাইলেই আমাকে দিতে পারতে।
তোমার অচেনা পৃথিবীতে নির্বিঘ্নে হেঁটে চলে গেলে,
এই আমাকে একা শুন্য করে অজানা জীবনে ফেলে।


বহু কষ্টে নিজেকে আমি কোনও ভাবে আবার গড়ি,
তখনই জীবনের সবচেয়ে বাস্তব সত্যের সামনে পড়ি।
আমাকে বিদায় নিতে হবে এই সুন্দর পৃথিবী ছেড়ে,
কাউকে পেলাম না আমার এই কষ্টের পৃথিবী জুড়ে।


মাগো শুধু একবার তোমার মুখ খানি আমি দেখবো,
কোথায় আছো মাগো  আমি সেথায় একবার যাবো।
তোমার ছেলে মাগো প্রতিনিয়ত মরণের প্রহর গুনছে,
আমার বুকফাটা আর্তনাদ কি মাগো তোমার হৃদয় শুনছে ...।
****************
**************


***এই কবিতা আমি যাকে উদ্দেশ্য করে লিখে ছিলাম সে আর এই পৃথিবীতে নেই ...... গতকাল সে ইন্তেকাল করেছে ......সে আমাদের নবীন কবি "স্বার্থপর ছেলে" (নীল চৌধুরী) । সবাই ওর জন্য দোয়া করবেন ...... ।****



***কিছু সত্য বড় বেশি কষ্ট দেয় ...****