উজানে বহে নদীর বিরামহীন ঢেউ।
তারই মাঝে ভেসে যায় স্বপ্ন হাজার,
সুখগুলো  মরিচিকা  স্বপ্ন  আঁকরে  ,
বেঁচে থাকতে চায় মৃত শ্যাওলা ,
জীবনের  রক্তাক্ত  সময়ের
অশান্ত ঢেউ কুঁকড়ে থাকে ,
ছুটে আসা আর্তনাদ কি
যে বলে যায় নীরবে ,
মৌন জীবন ক্লান্ত ,
সান্ত্বনা চায় না ,
চিত্ত ভাবায় ,
অন্ধকারে
তলিয়ে
যাচ্ছি
তো!