কলমের কালি যেন
          ফুরিয়ে গেছে,
সময়ের  ভাবনাগুলো
     সব থমকে আছে।


পাখির কলতান
        যেন আজ ক্লান্ত ,
জীবন খুঁজে ফিরছে
         অজানা প্রান্ত ।


স্বপ্নগুলো আজ
  ঝাপসা চোখের জল ,
হৃদয়ে কষ্টের
অদেখা জলন্ত অনল ।


পৃথিবী আজ যেন
     বড় বেশি স্বার্থপর ,
প্রিয় মানুষগুলো কেমন
       সব হয়ে যায় পর ।


নিয়তির কাছে আজ
    আমরা শিকল বন্দী,
দুঃখের সাথে জীবন
     করেছে আজীবনের সন্ধি।