ভাবছি একটা
পুতুল কিনবো,
মনের ইচ্ছেমত
তাকে সাজাবো।


একটা সুখের টিপ
পরাবো' কপালে,
কালো একটা তিল
এঁকে দেবো গালে।


পুতুলের হাতে পরাবো'
হরেক রঙের চুড়ি,
জড়াবো  নীল রঙের
লাল পেড়ে শাড়ি।


পুতুলের ঠোঁটে
ভালোবাসার রং মাখাবো,
কপোল জুড়ে
সুখের পরশ ছড়াবো।


পুতুলের কেশে
বাহারি রঙের ফিতে,  
নাইবা থাকুক প্রাণ
কি আসে যায় তাতে।


চরণ যুগল সাজবে
আজি নুপুর নিক্কনে,
সুখের নাচন নাচবো
আজি মনের গহীনে ।


আজ সারাদিন পুতুল
খেলা সারা ঘরময়,
কিশোর বেলার দিন গুলো
ফিরে পেতে চায় হৃদয়।