বন্ধু তোমার চলে যাওয়া,
   আমার জীবনের না পাওয়া।
তোমার এ শুন্যতা,
   হয়তো কখনও পাবেনা পূর্ণতা।
তোমার কোন প্রয়োজনে,
   আমায় স্মরণ করো মনে মনে।
দেখবে আমি তোমার সামনে,
   তোমায় ভুলে থাকি কেমনে।
বন্ধু তোমার কষ্টে আমায় ডেকোনা,
   তোমার কষ্ট সইতে পারবো না।
কখনও আমার সামনে কাঁদবে না,
   আমি তা সহ্য করবো না।
হয়তো হিংস্র হয়ে উঠবো,
   কোন অঘটন ঘটিয়ে ফেলবো।
শুধু এটুকুই মন জানাতে চায়,
   আমি ভুলবো না তোমায়।
তুমি আজ হয়তো দূরে,
   তবুও তুমি মোর অন্তরে।
তোমায় কি করে ভুলি,
   কিভাবে তোমায় ছেড়ে চলি।
তোমার স্মৃতি আজ আমায়,
   ক্ষণে ক্ষণে শুধু কাঁদায়।
আমার মন তোমাকে চায়,
   জানিয়ে যাও তুমি কোথায়।
তোমার মিথ্যে সুখের আশায়,
   এভাবে কাঁদালে কেন আমায়।
জন্মদাত্রীর কথা একবারও ভাবোনি,
   তার হাহাকার কেন শুনতে পাওনি।
********************
**একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে এই কবিতা
আমি ১৯৯৯ সালের ১০ই মার্চ লিখে ছিলাম।
আমার বান্ধবী জীবনের একটা মূল্যবান সিদ্ধান্ত
সেইদিন ভুল করে নিয়ে ফেলে ছিল। যার মাশুল
আজো সে দিয়ে যাচ্ছে।তার চলে যাওয়া খুব
কষ্ট দিয়ে ছিল আমায়।সেই কষ্ট থেকেই আমার
এই কবিতাখানি আমি লিখে ছিলাম ।**