না এই শরীর আর পারছে না...
যন্ত্রণায় কুঁকড়ে নিস্তেজ হয়ে যাচ্ছে,
বার বার শরীর কি যেন চিৎকার করে
বলে যাচ্ছে। অস্ফুট শব্দে তা কর্ণ গোচর
হচ্ছে না। কতগুলো হায়না খেয়ে নিলো
এই মৃত শরীরের সবগুলো জীবন্ত কোষ।


অসহায় শরীর তা শুধু চরম যন্ত্রণায় সয়ে
গেল।পা গুলো যেন আর চলছে না। চোখ
ফেটে যেন ঘৃণার রক্ত ঝরছে।কত দিন
আরও কতো দিন এই শরীর এই নারকীয়দের
পাশবিকতা নিজে একা বহন করবে।না
শরীর আর কিছু ভাবতে চাইছে না।আজ সে
বড়ই ক্লান্ত ।একটু সুখ তো পেল না।জানিনা
এই হায়নাদের শেষ কোথায়...।।


খাবলে নিলি আমার সমস্তটা কিন্তু যা
নিতে পারলি না তা দিয়েই একদিন তোদের
ধ্বংস হবে......তা হল নিয়তি...।। এই নিয়তি
তোদের একদিন আস্তা কুড়ে টেনে ছিঁড়ে ফেলবে...
তখন তোদের যৌবন দাঁত বের করে উপহাস করে
বলবে ...... আজ কেন তোরা অসহায় ...
হায় নিয়তি ...... তুমি বুঝি এমন ই হও ...