তুমি আমি চুপচাপ
জড়িয়ে গোধূলি প্রহর,
সবকিছু দেখ ঝলমল
আলোতে ডুবেছে শহর।


পাশাপাশি বসে আছি
পিঁপড়ার দল দেখ ছুটছে,
জলের পরে দেখ কি সুখে
জল ফড়িং খেলা করছে।


মুখোমুখি দুজনে এই ক্ষণে
বাতাস কানে কানে বলে যায়,
যাবে কি আমার সাথে যেথা
মেঘপরী তোমারই অপেক্ষায়।


মৌনতায় ডুবেছে হৃদয়
প্রশ্ন বুকে লুটিয়ে তীরে,
ঢেউ গুলো আছড়ে পড়ছে
সাগরের তৃষিত বুকের গভীরে।