পাশাপাশি থাকবে বলে
হাত ধরে ছিলে,
আজ কেমন করে
সেই হাত ছেড়ে দিলে।


যে চোখে তুমি
স্বপ্ন দেখিয়ে ছিলে,
সেই চোখে আজ
কেন অশ্রু ঝরালে।


তীর ভাঙ্গা ঢেউ
আজ আমার হৃদয়ে,
সুখী হতে চেয়ে ছিলাম
শুধু তোমায় নিয়ে ।


যে হাতে ছুঁয়ে ছিলে
আমায় আপন করে,
আজ সেই হাত তোমার
অন্য হাত খোঁজে ফেরে।


এক নিমিষেই পর
করেছো তুমি আমায়,
ভাবলে না তুমি ছাড়া
এই আমি কতো অসহায়।


নতুন সুখের খোঁজে
আমা হতে হলে পর,
তাই বুঝি আর হল না
তোমার সাথে আমার ঘর।


দূরত্ব যোজন যোজন
মন চায় না সান্ত্বনা,
বলে যাও ভালবাসা  
থাকবো কি করে তুমি হীনা।