লাল লিপস্টিক-২ (শেষ পর্ব)


আমি বিশ্বাস করি তুমি ফিরবে
আমার কাছেই ফিরতে হবে,
আমাদের এতদিনের ভালবাসা
মুছে দিয়ে তুমি কেমন করে রবে।


সবাই আমাকে একটা ঘরে
বন্দি করে রাখে তবু আমি,
এতটুকু তুমি হীনা থাকি না
অপেক্ষায় হয়তো ফিরবে তুমি।


আজো আমি আমাদের বিবাহ
বার্ষিকীতে একই রকমভাবে তোমার,
অপেক্ষায় নিজেকে সাজিয়ে বসে থাকি
হয়তো ফিরবে তুমি ভাঙ্গবে ভুল সবার।


তোমার খুব পছন্দের ছিল আমার
ঠোঁটের এই লাল লিপস্টিক,
আজো তাই ঠোঁটে এঁকে যাই
তোমার প্রিয় সেই লাল লিপস্টিক।
**************************


*** একটি সত্য ঘটনা অবলম্বনে আমার এই কবিতা লেখা ।
কবিতার মেয়েটি তার স্বামীকে ভীষণ ভালোবাসতো। সেদিন
ছিল তাদের ষষ্ঠ বিবাহ বার্ষিকী । প্রতিদিনের মত সেদিনও
মেয়েটি তার স্বামীর অপেক্ষায় ঠোঁটে লাল লিপস্টিক আর লাল
শাড়ি পড়ে অপেক্ষায় ... ঠিক তখনই সেই দুঃসংবাদ মেয়েটির
সমস্ত স্বপ্ন বিলিন করে দেয়। সড়ক দুর্ঘটনায় মেয়েটির স্বামী
নিহত। মেয়েটি সেই থেকে আজো আর একটি কথাও বলেনি।
এভাবেই আজো সে প্রতিদিন সেজে ঠোঁটে লাল লিপস্টিক...
স্বামীর অপেক্ষায়... হয়তো ফিরবে ......।***