দ্বিধার মাঝে
বসত আমার,
বুঝবো কি আর
ভাষা তোমার।


রোজ প্রভাতে
এ পথ ধরে,
দূর উজানে
সাগর পাড়ে।


সুখ পাখিটা
কি গান করে ,
অচিন পাখি
কার দুয়ারে।


মন দুয়ারে
রঙ ছড়ায়ে,
বিশাল আকাশ
সুখ উড়িয়ে।


ছন্নছাড়া জীবন
সুধায় কার বিহনে,
ডুবল আঁধার
রাত্রির নীল নির্জনে।