অচেনা পথে চেনা পায়ে
নীরবে হেঁটে চলা,
অদৃশ্য ছায়া সঙ্গীর
নির্বিঘ্নে কথা বলা।


কিছুটা দৃশ্যত বাকিটা
অদৃশ্যই থেকে যায়,
বুকের ভেতরটা যেন
ডুবে অস্পর্শ ভাবনায়।


এখনও চোখের নীচে
কালচে ভাব বর্তমান,
এভাবে জীবন যেন
বাস্তবতার পথে চলমান।


ছায়া ছায়া জীবনের
না পাওয়া সুখগুলো,
তবু ভাবে সম্মুখে
না ছোঁয়া স্বপ্নগুলো।


হেঁটে চলা পথ
থেমে থেমে আসে,
জীবন যুদ্ধের মাঝে
চিত্ত  ডুবে দীর্ঘশ্বাসে।