কোনও এক ক্ষনিকের  
মোহের তাড়নার তরে,
আমায় তুমি নিয়ে
নিলে তোমার অধরে।


কোন ভুলে আমায় দিলে  
তুমি এতো বড় শাস্তি,
কেন ভাবলে না যখন
করেছিলে আদিম মাস্তি।


যখন আমার জন্মে ছিলনা
আমার ভুমিকা কোনও প্রকার,
তবু কেন এই আমাকেই হতো
হল নির্মম ভাগ্যের স্বীকার ।


কাউকে দিও না বিধাতা
এমন দুঃখের জীবন,
যে মা সবার সুখের ছোঁয়া
সেই যেন হয় না কারো মরণের কারণ!!!!!