.            ১)


আয়লান তুমি মৃত্যুঞ্জয়ী
এই পৃথিবী পরাজয়ি ।
তোমার নিথর দেহ ভাসছে
আজ দেখো পৃথিবী কাঁদছে ।


মানবিকতা আজ মৃত
তাই আমরা আজ পরাজিত।
পারলাম না তোমাকে দিতে
এক খণ্ড সুখের ভূমি পেতে।


নিরাপদ জীবনের আশায়
বাবার সাথে সাগরের নির্মমতায় ।
দিয়েছিলে অজানাতে পাড়ি
সেই নিলো তোমার প্রাণ কাড়ি ।


ছোট জীবনটা ছোটই রয়ে যায়
বিষাদে মন টুকরো টুকরো সুখ হারায় ।
বিশ্ব আজ তোমায় নিয়ে তোলপাড়
তুমি হেসে চেয়ে রও একি উপহার।


            ২)


আয়লান তোমাকে পারিনি
দিতে একটু সুখের জীবন,
তাই আজ পরাজিত
বিশ্ব মানবের মন।


তুমি রবে নীরবে
এই আমাদের হৃদয়ে,
জানি হবে এর বিচার
যা আজ তুমি গেলে সয়ে।


নিথর দেহ তোমার
বালির বুকে অসহায়,
ধিক এ জীবন এখনও
বেঁচে কিসের অপেক্ষায়।