যদি তোমরা না পাল্টাও
তবে আমি পাল্টাবো’
আরেকটা যুদ্ধ চাই
যেখানে আমিও থাকবো।


তোমরা কি পেলে
নিজ পিতাকে হত্যা করে,
যাকে থাকতে দিলে না
তার প্রিয় স্বাধীন ভূমি পরে।


ভেবেছো কি এই তুমি
কার কল্যাণে আজ মুক্ত,
কিসের তরে তুমি সেই
পাপীদের সাথে আজো যুক্ত।


আরও একবার সেই
বজ্র কণ্ঠের হুংকার চাই,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।


এখনও রক্ত টগবগ করে
শরীরের প্রতিটা শিরা উপশিরায়,
আজো ভোরের আজানের
ধ্বনিতে দুঃখ আড়ালে লুকায়।


পিতার রক্তে তোমরা আজো
ডামাডোল পিটিয়ে উল্লাসে ভাসো,
পিতা ক্ষমা করো না আমাদের
তুমি কেন এখনও এই পাপীদেরই ভালোবাসো!!!!