১)


মিষ্টি ভোর
পাখির গান।
তপ্ত দুপুর
ঘর্মাক্ত দেহ।


প্রাপ্তির বিকেল
খোলা হাওয়া।
ব্যস্ত সন্ধ্যা
ক্লান্ত বাড়ি ফেরা।


নির্জন রাত
হাজার স্বপ্ন।
ঘুম ভাঙ্গা মধ্যরাত
অজানা দুঃস্বপ্ন।


২)


একটা কবিতা
কবির ভাষা।
একটা স্বপ্ন
খুঁজে ফেরা।


বিশ্ব মানবতা
ঘুমন্ত বাস্তব।
মুসলিম দেশ
প্রতিহিংসায় শেষ।


ফায়দা তুলছে
পশ্চিমা দেশ।
তোষামোদে মত্ত
আরব বেশ।