সত্যি আজ কোন পথে
চলছে দেশের নীতি,
শিক্ষা ব্যবস্থায় ভ্যাট
নাকি নতুন দুর্নীতি ।


কেন পড়ল হঠাৎ
ভ্যাটের প্রয়োজন,
আমলাদের উদর
পূর্তির একি আয়োজন  ।


দৃপ্ত কণ্ঠে বলতে চাই
শিক্ষা নয়তো কোনও পণ্য,
তাই ছাত্ররা রাজপথে
এই ভ্যাট বাতিলের জন্য।


জানি সত্যের হবে
নির্দ্বিধায় সহজ জয়,
রাজপথে যেন না হয়
এই আন্দোলনের পরাজয় ......।


*** সম্প্রতি আমাদের বাংলাদেশে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র  
উপর ৭.৫০% ভ্যাট আরোপ করা হয়েছে।
তাই এখানে ছাত্ররা আন্দোলন করছে। তার
প্রেক্ষাপটে আমার এই কবিতা ...।।