ভাঙ্গনের শব্দ
আজ বর্তমান,
হৃদয়ের রক্তক্ষরণ
যেন দৃশ্যমান ।


এক দমকা হাওয়ায়
ওলট পালট জীবন,
অস্থির সময়ের
বাস্তবতার মুখোমুখি মন।


অনেক চাওয়ার পর
বেঁধে ছিলাম ঘর,
ভাবিনি এই আমি
কোনও দিনও হবো পর।


জানিনা কোন ভুলের
শাস্তি আমায় তুমি দিলে,
হটাত দূরে সরে গেলে
এই আমায় একা ফেলে।


পৃথিবীর প্রতিটা ক্ষণ
আজ বড় বেশি বিষাক্ত,
চলে গেলে ভুলে গেলে
করে আমায় শুন্য রিক্ত।