শুকনো পাতায় মোড়া
ভেজা স্বপ্ন আমার,
অগ্নি স্ফুলিঙ্গ বাস্তবতা
এই নিয়ে শীতল সংসার।


বার মাসি ধার দেনা
আর এঁটো থালা বাসন,
সীমিত মাইনে দিয়ে
ছেড়া কাঁথায় জীবন।


গাদাগাদি বাসে চড়ে
বাদুড় ঝোলা অফিস,
একটু দেরিতেই যেন
সহকর্মীর নিত্য নালিশ।


শেষ বিকেলের অস্থির
ভোঁ দৌড়ে বাড়ি ফেরা,
মাসের পহেলাই হাঁক ডাকেন
শহুরে বাড়ীওয়ালা।


অস্থির শহর কেমন জানি
আলো ঝলমলে,
কতো জীবনের নিভৃত ইতি
ব্যস্ত এই শহুরে কোলাহলে ।  
***===***===***===


***বিশেষ ধন্যবাদ মাননীয় এডমিনকে।***


*** আজ আমার ১০০তম কবিতা আসরে প্রকাশ হলো ।
আসরের সকল গুণী কবি ও পাঠকদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ । যাদের অনুপ্রেরণাছাড়া আমি হয়তো আসরে লিখতে পারতাম না । সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা আমার পাশে থাকার জন্য। দোয়া করবেন যেন আমি আরও ভালো লিখতে পারি ।পাশাপাশি আমার অফিস কলিগদের কাছেও আমি কৃতজ্ঞ। তাদেরও প্রত্যক্ষ অনুপ্রেরণা ছিল।  ***