দূর
আকাশে
লুকোচুরি
মেঘ রোদ্দুর
কখনো কাছেই
কখনো বহুদুর ,
মাঝে মাঝে মেঘেদের
সাথে বর্ষার আলিঙ্গন
উত্তপ্ত পৃথিবী ভিজে যায়
আবার মেঘ সরে রোদ্দুর
চারিদিক উজ্জ্বল রৌদ্র ছটায় ,
যেন প্রেমিক যুগল মেঘ রোদ্দুর
মেঘ রোদ্দুর কি অদ্ভুত মিশে যাওয়া
মেঘ ছাড়া কি পূর্ণ হতো রৌদ্রের মুগ্ধতা ।



অবরোহী পঞ্চদশ