শেষ ট্রেনটাও গেল তার গন্তব্যে।
আজো তুমি এলে না।
শেষবার বলেছিলে; এই পুজোতে তুমি ফিরবে,
সেই থেকে অপেক্ষায় - হয়তো ফিরবে তুমি।
এটুকু আশা নিয়েই আজো পথ চেয়ে...
তোমার মনে পড়ে; ধুলো পায়ে পাশাপাশি হেঁটে চলা -
আজো যত্নে আগলে রেখেছি তোমার দেয়া
পুজোর মেলা থেকে কেনা রেশমি চুড়ি।
বছর ঘুরে সেই পুজো আবার ফিরল
নতুন আনন্দ আজ শরতের বাতাসে।
শুধু আমি অপেক্ষায় তোমার ফেরার আশায়।
ফিরে এসো একবার;
নয়তো দশমীতে বিসর্জন তোমার প্রিয়ারই হবে।



সবাইকে শারদীয় দুর্গা পুজার শুভেচ্ছা ।