অসহ্য লাল রঙের তীব্রতা
দু আঁখি জ্বালিয়ে দিয়ে যায়,
যতবার দেখে ততবার যেন
তোর দহনে হৃদয় পোড়ায়।


কেন ফিরলি বল সেই
লালের তীব্রতা গায়ে জড়িয়ে,
খুব তো ভালো ছিলাম তোর
দেয়া বিরহ মন গহীনে পুড়িয়ে।


যে বেলায় তোকে ছিল
অনেক বেশি প্রয়োজন ,
সেই ক্ষনে তুই করলি
নিজেকে ভুল পথে সমর্পণ।


লাল এতো প্রিয় বলে রোজ
তোর লালের সাথেই হোলি ,
তাই বুঝি আজ তুই নিজেই
তোর প্রিয় লালের মাঝেই বলী ।