আর কতো রক্ত চাই
বাহান্ন তে প্রথম দিয়েছি,
আর কতো জীবনের সমাপ্তি
একাত্তরে অকাতরে হারিয়েছি।


আর কতো মায়ের আহাজারি
নব্বইয়ে নুর হোসেন মিলন ,
আর কতো রুমিদের বলিদান
তবে কি অপেক্ষায় আরও বিসর্জন।


আর কতো লুকানো কান্না
বিংশ শতাব্দীতেও দিচ্ছি প্রাণ,
আর কতো মুখোশের আড়ালে
হায়নাদের নিষ্ঠুরতার প্রলয় নাচন ।


আর কতো আমার স্বাধীন দেশে
ধূলিসাৎ হবে মুক্তিযুদ্ধের অর্জন,
চলো আবার সবাই জেগে উঠি
সাথে নিয়ে একাত্তরের গর্জন  ।