কুয়াশা ঘেরা ভোর
শীতে মোড়ানো চাদর,
হিম হিম ঠাণ্ডা হাওয়া
বাতায়নে মিষ্টি রোদের ছোঁয়া।


শিশির ভেজা ঘাস ফুল
প্রকৃতি শীত প্রেমে ব্যকুল ,
খেজুর গাছের রসের হাড়ি
গন্ধে মৌ মৌ সারা বাড়ি।


ভাঁপা পিঠায় গুড়ের মেলা
উনুন মাঝে আগুন জ্বলা  ,
শীতের সন্ধ্যায় আড্ডা জমিয়ে
চুমুক ধোঁয়া ওঠা গরম চায়ে।


ঝিঁঝিঁ ডাকা রাতের প্রহর
দিতে পারে না ব্যস্ত শহর,
শীতের রাতের ঠকঠকানি
প্রেম পিয়াসীর হাতছানি।