শহরের পরিশ্রান্ত রাস্তা
ছুটে চলেছে দূর বহুদুর,
রোজ কতো ধুলো জড়ায়
করে দেয় নীরব ভাংচুর।


জীবন যেন সেই ভাংচুর
অবহেলিত ধুলোমাখা পথ,
যার কোনও বিশ্রাম নেই শুধুই
ছুটছে যেন নীরব শপথ।


অস্ত যাওয়া সূর্যটা ভাবে না
কতোটুকু আলো অবশিষ্ট তার,
প্রতিদিন ফিরে আসে নব নব
কিরণের তীব্রতা ছড়ায় রং বাহার ।


মৃদু আলোয় পৃথিবীকে রাঙ্গায়
জ্যোৎস্না ছোঁয়া জেগে থাকা চাঁদ,
কখনো হারিয়ে খোঁজে অমাবস্যায়
তবু তার মাঝে থাকেনা কোনও খাদ।


জেগে থাকা পৃথিবী ঘুমায় না
ঝড় ঝঞ্ঝাট পেরিয়েও অবিচল,
দিয়ে যায় পাহারা প্রকৃতির তরে
ভাবে না প্রতিদান পায় শুধু অনল।