ভিজে যাওয়া এ শহর মাঝে
লুকোচুরি স্বপ্নের আহত যাপন,
এলোমেলো তিমির পথে যন্ত্রণার
দেয়াল জুড়ে টিকটিকির লেপন ।


টুপটাপ ঝরে পরা শিশির বিন্দুর
সদ্য তাজা তরল হিম হিম সুখ,
দূর হতে ভেসে আসা কোনও
কান্নার বিস্ফোরণে ভেজা বিদীর্ণ মুখ।


ভাঙ্গা দেয়াল বাস্তব তার আস্তর
রং যেন ভেংচি কাটে উপহাসের ,
পরিত্যক্ত আড়মোড়া দেয়া ঘুম শুধু
অপেক্ষায় সাহসী সময়ের প্রকাশের।


ঝুল বারান্দা যেন কাব্য রচয়িতা
মাকড়শার পিছু পিছু অধুনা বিকেল,
সূর্যাস্ত যেন এক খণ্ড অগ্নি থালা রূপে
শহরের বুকে দুমড়ানো মুচড়ানো শিকল ।