মিছিলে স্লোগানে মুখরিত ঢাকার
রাজপথ রাষ্ট্র ভাষা বাংলা চাই,
শ্রমিক মুজুর ছাত্র জনতা সেদিন
নির্ভয়ে ঢেলে ছিল বুকের রক্ত সবাই।


পাকিস্তানি হায়নাদের রক্ত চক্ষুকে ভয়
করেনি আমার মায়ের দামাল ছেলেরা,
দলে দলে ছুটে গিয়েছিল ১৪৪ ধারা ভেঙ্গে
দিয়েছে প্রাণ তবু মাথা নত করেনি বাঙ্গালীরা।


গগন বিদারী চিৎকারে প্রকম্পিত হয়েছিল
বাংলার মাঠ ঘাট পথ প্রান্তর বন বনানী,
সালাম রফিক বরকতরা অকুতভয়ে প্রাণ
দিয়েছে একুশে ফেব্রুয়ারি আজো ভুলিনি।


ফাগুনের রাজপথ সেদিন বাংলার শহীদের
রক্তে ভিজে লাল সমুদ্রে নিমজ্জিত হয়েছিল,
তবু বাঙালি পিছপা হয়নি করেনি ভয় একবিন্দু
করেছে জয় থেকেছে নিজ দাবিতে অবিচল।