পাহাড় ঘেরা দুঃখ
সমুদ্র দোলা ঢেউ,
দূরে কোন বনফুল
অসহায় তাকিয়ে কেউ।


মাতাল সময় বলছে
কিছু বাতাসের কানে,
দুঃখ ছোঁয়া জীবন খুঁজে
যায় বেঁচে থাকার মানে।


মৃত স্বপ্নের চিন্তায় বসবাস
তৃষিত জীবন সমুদ্র ছোঁয়া,
ঢেউ যেন ছুঁয়ে যায় সমস্তটা
এ যেন জীবনকে খুঁজে পাওয়া।


পাহাড় বুঝতে কি চায়
সমুদ্রের অভিমানী আর্তনাদ ,
প্রতিটা ঢেউ জুড়ে কতোটা
কষ্টের নীল বিষের তিক্ত স্বাদ ।