আবার হয়তো কথা হবে
কোনো অচেনা পৃথিবীতে:
হয়তো জীবন্ত, নয়তো কোনো
দেয়ালে আঁকা বোবা ছবিতে।


চোখের জল ফেলোনা,
হাসি রেখো ঠোঁটের কোণে;
হয়তো ছিলাম একদিন
তোমার হৃদয়ের মন-জমিনে।


অচেনা পৃথিবী মাঝে তোমার
আমার ফেলে আসা স্মৃতি
কড়া নেড়ে বারে বারে বলে
যায় কেমন আছো প্রেম-তিথী!


দেয়াল জুড়ে বোবা ছবিটা
অনুভবে যেন বলে যায়;
হয়তো একদিন জীবন্ত
হবে তোমার ভালোবাসায়।