অনুভবগুলোকে শব্দের তুলিতে এঁকে দেয় কোনো এক চিত্রকর ভালোবাসার তুলিতে,
যেখানে তোমার ভালোবাসা রংধনুর সাত রং হয়ে মিশে যায় ওই রংতুলির আঁচড়ে,
তুমি তো কোনো চিত্রকর নও তবু তোমার তুলিতে এত রঙের ছোঁয়া,
যার ছোঁয়ায় প্রতিক্ষণ হৃদয়ে রঙের আবছায়া দোলা দেয়,
তুমি কি শব্দ জানো - যা এভাবে ভাসিয়ে নিয়ে চলেছে হৃদয়ের ভালোবাসাকে,
কোথায় ছিলাম আর কোথায় ছিলে এই প্রশ্নগুলো আজ আর আসেনা মনে,
ভালোবাসা তুমি এত সুখ কেন - তুলির আঁচড়ে কেমন জীবন্ত হয়ে উঠেছ,
ভালোবাসা এভাবে তোমার তুলির প্রতিটা স্পর্শে জড়িয়ে রেখো
যেন ধুলোপড়া কোনো ছবি তোমার ভালোবাসা হয়ে না যায়,
ভালোবাসা তোমায় ভালোবাসি ভালোবাসি।