শব্দের সাথে সেই থেকেই আড়ি যেদিন থেকে তুই আর আমি কথা বলি না,
শব্দেরা আজ বড় নিশ্চুপ, ওরা খুঁজতে চায় না কোনো হেতু-কারণ-উচ্চারণ,
শব্দের সাথে তোর আর আমার সেই কবে থেকেই বন্ধুত্ব -
তুই খুব কঠিন শব্দের সাথে ভাব করেছিস আর আমি
দেখ, একদম সাধারণ সরল শব্দে রোজ লিখে যাচ্ছি তোকে;
জানিস তো শব্দ এখন তোর আর আমার প্রথম প্রেম,
শব্দ ছাড়া তুই আর আমি ঠিক যেমন জোৎস্না ছাড়া সন্ধ্যা,
শব্দ এমন করে আমাদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে যে অন্যসব ম্লান;
শব্দ খুঁজি রোজ শব্দ খুঁজি, বলতে পারিস আজ তুই আমায় ভুলে
শব্দ নিয়ে কেমন আছিস? - জানি তুই ভালো নেই, তবু প্রশ্ন করবো না তোকে -
তুই থাক তোর শব্দজগৎ নিয়ে যেখানে এই সরল শব্দেরা আসবে না কখনো।


শব্দ! হায়রে শব্দ! সব ঢেকে দিলি মেঘে মেঘে প্রসন্ন সব আকাশ!!


বন্ধু! ভালো থাকিস তুই, নিত্যনতুন শব্দের খেলায় মাতিয়ে রাখিস কবিতাকে।
বিদায় শব্দবন্ধু .........