এই প্রেম, তুমি কি ভিজবে আমার সাথে এই বর্ষার সন্ধ্যায়!

চলো আজ এই বর্ষায় দুজন একান্ত হয়ে ভিজে যাই,
মিশে যাই বৃষ্টি কণা হয়ে অণুতে,
ভালোবাসা হবে আজ বর্ষার রিমঝিম শব্দের সাথে,
ভেজা ঠোঁটের সিক্ত প্রেম ছুঁয়ে যাবে প্রেমময় বর্ষা।


প্রিয়, দাও হাতটা বাড়িয়ে - দেখো, বৃষ্টি তোমায় আমায়
প্রেম ছোঁয়ায় মাতাল করে যায়
ভেজা পায়ে দুজনের নিঃশব্দ বৃষ্টিমাঝে হেঁটে চলা;
প্রেম, তুমি কি বৃষ্টির আবেগ, এক ফোঁটা জল বৃষ্টির,
তুমি কি আমার না বলা কথা, খুব মধুরতা!
কেন বৃষ্টিমাঝেও শুধু তুমিই আর ভালোবাসা?


কত বছর পর বলো তোমার আমার আবার বৃষ্টিস্নান!
কি দেখছো ওই ভেজা চোখে, ওভাবে তাকিও না অবশ হয়ে যাই,
তোমার ভালোবাসার চাহনি আমায় মাতাল করে দেয়,
তুমি আর বৃষ্টি যেন জড়িয়ে আমায়
ঢেলে দাও শীতলতা, মোহন বৃষ্টির মাদকতা।


প্রিয়, আজ সারারাত বৃষ্টি জোসনায় ভিজবো,
বারণ করো না আজ, ভিজে যেতে দাও ভালোবাসাকে;
আবার কবে এমন বৃষ্টি-সন্ধ্যা ফিরে পাই!
প্রেম-বৃষ্টি থেকে একফোঁটা জল নিয়ে পরিয়ে দাও জলের টিপ,
আমি দেখবো জলটিপ কতটা উজ্জ্বল হয় ভালোবাসায়।


প্রেম-বৃষ্টি-নুপুর পায়ে জড়িয়ে আজ হেঁটে যাবো তোমায় নিয়ে,
ভালোবাসার ক্ষণগুলো বড় বেশি ছোট হয়; -
ফিরে এসো এমন বৃষ্টি-সন্ধ্যা আবার ফিরে এসো বারবার।