একটু পর সন্ধ্যা হবে, তুমি চলে যাবে তোমার গন্তব্যে,
পড়ে থাকবো একলা আমি আর আমার শূন্যতা নীরবে;
তুমি জানতেও পারবে না এরকম চলে যাওয়া তোমার
কতটা শূন্য করে কতটা দীর্ঘ করে রাতগুলো আমার;


তুমিহীনা এতটা সময় একাকী কাটানো - তুমি ভাবো না,
না, এ ভাবনা পোড়ায় না তোমায় একটুও, তুমি কল্পনা,
তোমাকে তো আর এই জেগে থাকা রাত ছুঁয়ে যায় না,
রাতনামা প্রলম্বিত কষ্টের মাঝে আঁকি তোমারই আলপনা।


জানো, তোমাকে নিয়ে এই রাতগুলো ভীষণ সুখের হয়,
রাতের নীরবতা ছুঁয়ে তোমার শব্দেরা কত যে কথা কয়!
তোমার হাসির শব্দ আমি স্পষ্ট শুনতে পাই হৃদয় দিয়ে,
এমন রাত এখন আমি রোজ কাটাই তোমাতে মুগ্ধ হয়ে।

তুমি কি কেবল কবিতার কল্পনা, মুগ্ধরাতের ভাবনার সঙ্গী!
তুমি কি আসতে পারো না বাস্তবে, সরবে তুলে হৃদয়ের ভঙ্গি?