থেমে আসা প্রিয় কোন গানের সুর দূরে কোন রাখালের বাঁশিতে একটানা বেজে যাচ্ছে, জ্যোৎস্নার মায়াবী দীপ্তিতে হেমন্তের সন্ধ্যা আকাশ যেন ঘন কালো নিশির অপেক্ষায়।


নিশিজুড়ে চলছে যেন হাজার স্বপ্নের নিঃসঙ্গতায় পা মাড়িয়ে অজানার বুকে হেঁটে চলা; জ্যোৎস্নার ধীরে ধীরে রঙ মুছে পালকহীন কালো মেঘের তনু ছুঁয়ে রাতের বুকে পদার্পণ; হেমন্তের অন্তরীক্ষ অপেক্ষায়, নিশি প্রেমে নিজের সীমানা খুঁজে ফেরে নতুন রেখার সমীরণ। জেগে থাকা কিছু আহত শব্দের অনবরত চিৎকারে ভাবনার গগনে প্রলয় উঠা দীর্ঘশ্বাস। – ভাবনারা আজ যেন বোবা-ক্লান্ত চোখে রক্তক্ষরণ হয়ে বাস্তবতার বুকে প্রাণ হারায়; উপহাসের এক টুকরো বেঁচে থাকা পাহাড় সমান উঁচুতে বেদনার বিন্যাসে ঘর সাজায়; হেমন্তসুখ অধরা-ই থেকে যায় এই জেগে থাকা নিশির জলছোঁয়া আঁখি জুড়ে।


মহাকালের বিষণ্ণ শুন্যতা একপাশেই ঘুমিয়ে রয় নির্জীব, শুধু অন্তরীক্ষ আজ নির্বাক নির্বীজ!