ঘুমিয়ে থাকা রাত গুলো বারবার-
কেন ভোরের আলোয় নতুন হয়
জমে থাকা ভালোবাসা ডানা ঝাপটে
কল্পনার পথ ধরে স্বপ্ন বুনে যায় রোজ;
অসময়ের কিছু আকাঙ্খার বাড়াবাড়ি
জড়িয়ে থাকা পরশের কুয়াশায় মাখামাখি
আড়চোখের চাহনিতে শিশিরের বুনোহাসি
স্পর্শে অনায়াসে দুপুরের রোদে অপেক্ষা;
আঁখির মাঝে নরম ছোঁয়ায় ভালোবাসি বলা
জমে থাকা শিহরণে দুজনার ডুবসাঁতার
খোলা দ্বারের পরে ঝাপসা কিছু পদচিহ্ন
স্বাক্ষী শেষ রাতের বারণ হীন আগমনের!!!