এই শহরে রোজ কতশত কান্না চাপা
পরে রয় যান্ত্রিক শব্দের আড়ালে
অস্ফুট কষ্ট থেমে যাওয়ার উপলক্ষ্য খোঁজে না!
প্রত্যাখ্যান আয়নার প্রতিবিম্বের ছায়া মূর্তি
এবেলার সৌর কিরণ বেলা ফুরোলেই
মুগ্ধ জোৎস্নার আলো হয়!!
ক্ষণিক আভিজাত্যের আলো ঝলমল
দুয়ার কেমন দমকা বাতাসে বেসামাল;
তবু ভোরের স্নিগ্ধতার এতোটুকু স্পর্শ
কুড়িয়ে নেয়া হয় না দম্ভের প্রাচীর পেরিয়ে!
ঝরে পরা শিউলি শুধুই পথের জঞ্জাল-কুড়িয়ে
নিলেই ভালোবাসার মালা গাঁথে ভুলে অবহেলা!!