কখনো নীরবে দূরে হারিয়ে গেলে
খুঁজতে যেওনা স্থির প্রভাতের মায়ায়
ভুল ঠিকানায় নিভৃতে বসত করেছি-
বলে বালুচর হয়ে গেলো স্তব্ধ মধ্য দুপুর
তপ্ত পথটাকে রোজ বিশ্বাসে মাড়িয়েছি
হয়তো শীতলতা নিজস্ব হবে এই ভেবে
ভাবনা শুধুই মরীচিকার ধূসর রঙ সাজায়!


কখনো যদি শুনতে পাও তবে মুছে দিও
শেষ খামের ভালোবাসায় লেখা ঠিকানা
ভুল করে আর নতুন কষ্টের কোনো চিঠি
ডাকপিয়ন পৌঁছবে না তোমার মায়ার হাতে
অনেক সয়েছি বলে অশ্রু ঝরবে না আর
পিছন ফিরে তাকিয়ে ছায়ার অপেক্ষা কত
ডুবন্ত আলো স্বাক্ষী হবে জ্বলন্ত মধ্য রাতের!!


প্রতি রাতের নিঃশব্দের এক বুক কান্নার
দেয়াল চিত্র কোনো ভাবেই তৈলচিত্র হবে না
অসমাপ্ত আমি থেকেই আমার সমাপ্তির শুরু
বলার ছিলো অনেক কিছুই মোমের আলোয়
ফিরে যাচ্ছি একাকী অন্ধকার ঘরে সুতোহীন
চারপাশে ভয়ের দেয়ালে জড়িয়ে যাচ্ছি সন্নিকটে
একা হতে দিও না ফিরিয়ে নাও তোমার ক্ষমার
আঁচল তলে নয়তো আমি তলিয়ে যাবো মাগো!!!