এক সন্ধ্যায় পরিচিত তুমি-আমি-আমরা
রোজ কত কথা হয় সন্ধ্যার সবটা জোৎস্নার
আদর মেখে ভালোবাসার চাঁদর জড়িয়ে!!
ভালোবাসি তোমাকে কখনো দেখা হবে না জেনেও
কি গভীর মায়ার বুননে গড়া এই বন্ধনের সুতো!
চাইনা আমায় ভেবে তোমার ভোরগুলো কুয়াশায়
ঘাসের বুকে ক্রমান্বয়ে প্রতীক্ষা হয়ে ঝরে পরুক!
আমি হতে চাই তোমার ভেজা চোখের দু'ফোটা
সোহাগের জল ছোঁয়া ভালোবাসার আলিঙ্গন,
অধরা হাসির টোল পরা কপোলের আধো লাজের
রাঙা সুখের চঞ্চল পিপাসার দ্রুত নিঃশ্বাসের স্পর্শ,
পাশ ফিরে তাকানোয় যতোটা কাছে আসা প্রকাশ্য
ছায়ার অধিক তোমার বসবাস ততটা জীবন্ত!!