আদরের রঙ জানিনা তবু আদরে রাঙাই
জড়িয়ে থাকার ঠিকানা খুঁজি তোমার ছোঁয়ায়
তৃষিত একটা রাত তোমার আদরে স্বর্গসুখ নিদ্রায়
ভালোবাসার ছোঁয়ায় ছোঁয়ায় তোমার মন পড়ি রোজ !
মনের উঠোন মাঝে কতশত অব্যক্ত অনুভূতির ভিড়
কখনো কাছে আসার বাসনায় কখনো ছুঁয়ে থাকার
তুমি যেনো পুরোটাই অসমাপ্ত কাব্যের শেষ চরণ
যে ভালোবাসার বর্ণনার শুরু আছে তবে শেষ নেই!
আকণ্ঠ পান করে যাই তোমার প্রেম সুধার সবটুকু
জল টলমল আঁখি আজন্ম তুমি নামক সুখের কাঙাল
একবার ছুঁয়ে দাও পূর্ণতার কাব্যের হৃদয় নন্দিনী
দুচোখে আদরের স্পর্শের ক্ষণটুকু বড্ড ক্ষুধার্ত!
দীর্ঘ চেয়ে থাকার পর প্রিয়ার আগমনে এক পশলা বৃষ্টি
বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে জড়িয়ে আলতো চুম্বনে আলিঙ্গন
এ যেনো হাজার বছরের প্রতীক্ষার পরে মিলনের ক্ষণ
এতোদিন পর অপেক্ষার রাতের বুকে মগ্ন ভালোবাসা
হাত ছোঁয়া ক্ষণের মাঝে অদেখা কম্পনের অবাধ্যতা!