যখনই স্মৃতি ভেসে ওঠে,
মন আমার পড়ে থাকে
তোমারই প্রেমের বাঁকে
একটু ভালোবাসা পেতে।
স্মৃতিতে দেখি তোমাকে যখন
মন আমায় বলে তখন
যদি থাকতে আমার কাছে।
নিজেই নিজেকে বলি তখন,
এ মনে আছো তুমি
তুমি মোর প্রেম ভূমি।


রোজ রাতে ভাবি আমি
রয়েছো পাশে তুমি
রয়েছো কল্পনায় মিশে।
ঘুমও ঘোর কেটে গেলে,
তোমায় পাশে না পেলে
হারাই তখন আমি দিশে।
কখনো যদি মনে পড়ে
আমিও ছিলাম তোমার মনে,
স্মৃতিতে আঁকিয়ে মোর ছবি,
নিজেকে নিজে রাঙিয়ো।
তবুও আমায় মনে রেখো।


শিশির যখন আলিঙ্গন করে
সজীবতা ফিরে আসে ঘাসবনে
প্রেম আছে তাদেরও মাঝে।
শুধু বৃষ্টির অপেক্ষায়
চাতক চায় গগন পানে
গগনও তখন মেঘে সাজে।
শিশিরের মতো করে
এসো রোজ চুপিসারে
আমাদেরও হয়তো দেখা হবে
স্মৃতির কোনো এক সন্ধিক্ষণে।